বাংলাদেশের খবর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২

এবার পুতুলের মাথা কাটার নির্দেশ তালেবানগোষ্ঠীর


শপিং মল অথবা বড় কোনো দোকানে ঢোকার সময় ক্রেতাদের প্রদর্শনের জন্য পোশাক পরিহিতি পুতুলের (ম্যানিকিন) মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছে তালেবানগোষ্ঠী। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের দোকান মালিকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ খবর জানা গেছে ফরাসী বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।

হেরাত শহরে মিনিস্ট্রি ফর দ্য প্রমোশন অব ভারচু অ্যান্ড প্রিভেনশন অব ভাইসের প্রধান আজিজ রহমান বলেন, ম্যানিকিনের মাথা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এটি শরিয়া আইনের পরিপন্থি।

এই নির্দেশনার পর কয়েকজন পোশাক ব্যবসায়ী এরই মধ্যে ম্যানিকিনের মাথা ও মুখ প্লাস্টিকের ব্যাগ ও স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছেন। তবে এখন পর্যন্ত তালেবান এ নিয়ে সরকারি কোনো আইন জারি করেনি।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে দেশটিতে। নিরাপত্তার অভাব, সন্ত্রাসী হামলার আশঙ্কা, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশটি। মুখ থুবড়ে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা।

এরই মধ্যে তালেবান সরকার নারীদের ব্যাপারে নানা বিধিনিষেধ জারি করেছে। এর আগে তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দেয়। দেশটিতে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে নিকটাত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণ করার অধিকার। শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়েছে দেশটির নির্বাচন কমিশনও।

উল্লেখ্য, দীর্ঘ সংঘাত ও আলাপ - আলোচনার পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১