বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২

রাজধানীর কাপ্তান বাজারে আগুন, একজনের মৃত্যু


রাজধানীর কাপ্তান বাজারে কসাইবাজারের দোকানপট্টিতে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান।

আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। পরে আরো দুইটি ইউনিট যুক্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার সময় ভোরেই নিরাপদ স্থানে সরে যান বিসিসি রোডের স্থানীয় বাসিন্দারা। পরে সকাল আটটার দিকে ডাম্পিং শুরুর পর পাইকারী একটি দোকান থেকে ২১ বছর বয়সী ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুনে অর্ধ শতাধিক দোকান আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারে নি ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে পাইকারি বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ১২টি ইউনিট। ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক দোকান। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১