বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২

হকারদের পূর্নবাসনের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরুদ্ধ করে আন্দোলন


পূর্নবাসন না করে নির্বিচারে হকার উচ্ছেদ করার প্রতিবাদে ফের উত্তরায় বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরুদ্ধ করেছেন কয়েক হাজার হকার।

আজ শনিবার সকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ করে রাস্তায় বসে পরেন কয়েক হাজার হকার। এসময় তারা বিভিন্ন রকমের শ্লোগান দিতে থাকেন। এসময় কয়েক হাজার হকার একত্র হলে তীব্র যানজট তৈরি হয়। গত ডিসেম্বর মাসেও তারা বিক্ষোভ ও আন্দোলন করেন। গত আন্দোলনে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান হকারদের তিন দিনের মধ্যে সমাধান করে দিবে বলে আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা চলে যান। পরে তাদের আর পূর্ণবাসন হয়নি।

আন্দোলনরত হকাররা জানান, এমপি তিন দিনের সময় দিয়ে আশ্বাস দিলে আমরা চলে যাই কিন্তু তিনি কোন সমাধান পাইনি। এ বিষয়ে জানতে চাইলে হকার্স নেতা রাসেল মন্ডল বলেন, হকার্স মরে ক্ষুধার জ্বালায় রাষ্ট্র তখন উচ্ছেদ চালায়। কর্নার পরে আমরা অনেকে ঋণগ্রস্ত, এ ভাবে আমাদের উচ্ছেদ করলে আমাদের না খেয়ে মরতে হবে।তাই আমরা পেটের তাগিদে ফের রাস্তায় নেমেছি।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা ১৮ আসনের সাংসদ, হাবিব হাসান সাতদিনের সমাধান করার আশ্বাস দিলে, তারা রাস্তা থেকে সরে দাঁড়ায়।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশের প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১