বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২

গোপালগঞ্জে মধুমতি নদী সংস্কার কাজের উদ্বোধন


গোপালগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে পলি মাটিতে চর পড়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পলি মাটি সরানোর উদ্যাগ নেয়া হয়েছে। সাড়ে ৮ কিলোমিটার এলাকার পলিমাটি সরাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে।

আজ শুক্রবার সকালে শহরের গেটপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ওসমান গনি, সহকারী কমিশনার(ভূমি) মিলন সাহা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১