বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী


জনগণের প্রতি স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা মাত্রই ১১ দফার একটি কঠোর বিধিনিষেধ দিয়েছি। এই নির্দেশনা মানলে দেশে লকডাউনের প্রয়োজন হবেনা। তবে নির্দেশনা না মানলে লকডাউন দেওয়ার চিন্তা রয়েছে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটিস্ক্যান ও ডায়লাইসিস ইউনিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ খুবই ঊর্ধ্বমুখী। গতকাল প্রায় সাড়ে চার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই হারে বাড়াটা খুবই আশংকাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিও প্রয়োজন হচ্ছে। আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১