বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২

ভোলায় দুই দিন ধরে সূর্যের দেখা নেই


জেলায় গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলছেনা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। এতে করে খেটে খাওয়া সাধারণ নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন। শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে।

ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান বলেন, আজ সকাল ৯ টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে বলে জানান তিনি।

ৱএদিকে শীত বেড়ে যাওয়ায় ভোলা সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা একটার দিকে শহরে গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১