বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২

ধামরাইয়ে বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু  


ঢাকার ধামরাইয়ে বিদুৎস্পর্শে ইমান আলী (৬২) নামের এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (হাতি মার্কা কড়াই কারখানা) ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার (১৫ জানুয়ারি) ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ডে এলাকার কারখানার ভিতরের এঘটনা ঘটে।

নিহত মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বাগজান এলাকার মৃত. শাহাবুদ্দিনের ছেলে। 

জানা গেছে,  পৌর শহরের দক্ষিণ পাড়ায় এলাকায় আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (হাতি মার্কা কড়াই কারখানা) ফোরম্যান হিসেবে প্রায় ৩০ বছর ধরে কর্মরত ছিলেন। দুপুরের দিকে কারখানার ভিতরেই বিদ্যুতের কাজ করতে ছিল ইমান আলী । হঠাৎ করে অসতর্কতার কারণে তিনি বিদ্যুৎ স্পর্শে হয়ে অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কারখানার ম্যানেজার সুবল বাবু বলেন, অসতর্কতার কারণে ইমান আলী বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

এবিষয়ে ধামরাই থানা উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, খবর পেয়ে সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে নিহতের লাশ উদ্ধার করে থানার নিয়ে আসছি। সিনিয়র অফিসারদের সাথে কথা বলে অইনি ব্যবস্থা নেওয়া হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১