বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে


ভোটারদের অনাগ্রহ ও নির্বাচনী উত্তাপ ছাড়াই চলছে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ভোটগ্রহণ।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্রগুলোতে ৮ ম্যাজিস্ট্রেট, ০১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার। ৫৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে কড়া নিরাপত্তা জোড়দার করা হয়েছে। যেকোনো ধরণের সহিংসতা ঠেকাতে বিভিন্নস্তরে সাজানো হয়েছে পুলিশ বাহিনী। এ আসনে ১২১টি কেন্দ্রের ৭৫৬টি কক্ষে প্রথমবার ইভিএম’এ ভোট হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ময়মনসিংহ অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বাংলাদেশের খবরকে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন উল্লেখ করে তিনি সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সকাল আটটা থেকে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীনভাবে বেলা চারটা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে আ.লীগের নৌকা প্রতীকে খান আহমেদ শুভ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও স্বতন্ত্র থেকে নুরুল ইসলাম নুরু প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১