বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২

বিএনপি ক্ষমতায় আসার পর মঙ্গা ফিরে এসেছিল: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উত্তরাঞ্চলে আগে প্রতিবছর প্রায় দু’মাস মঙ্গা হতো। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মঙ্গার পেছনের কারণ অনুসন্ধান করে। পরবর্তীতে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে আর মঙ্গা ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবার মঙ্গা ফিরে এসেছিল।

আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, তার সরকারের সময়ে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা যায়নি। এ সময়ের মধ্যে কর্মসংস্থান ও উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে সক্ষম অঞ্চলে পরিণত হয় উত্তরাঞ্চল।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আগামীতে কোনো মানুষই ভূমিহীন বা গৃহহীন থাকবে না।

এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ অন্যান্য খাতে সরকারের গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১