বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড


চট্টগ্রামের সীতাকুন্ডে শারমিন আক্তার নামে এক গৃহবধুকে সংঙ্ঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি জসমি উদ্দিন বাপ্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জামিউল হয়দারের আদালত।

উক্ত মামলায় মৃত্যুবরণ করা ২ আসামিসহ ৪ আসামিকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আজ এ আদেশ দেয়া হয়েছে।

২০১৭ সালের ২৯ মার্চ দুপুরে সীতাকুণ্ড যক্ষ্মা হাসপাতল সংলগ্ন পাহাড়ে লাকরির জন্য গেলে শারমিনকে বাপ্পী ও তার সহযোগীরা ধর্ষণ করে হত্যা করে। ঘটনার একদিন পর পাহাড় থেকে শারমিনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতে মেয়ে ইয়াসমিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে ঘটনা তদন্ত করে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ৫ আসামির মধ্যে ২ জন কারাগারে মারা যায়। এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করা কথা জানিয়েছেন মামলার বাদী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১