বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২২

মাদক বিক্রির আগেই হাজির পুলিশ, গ্রেপ্তার ২ কারবারি


টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬.৩০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন তথ্যে বুধবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে তথ্যমতে নাজিরপাড়া এলাকা থেকে ওই দুজনকে ঘেরাও করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেহ হলে তাদের দু’জনের দেহ তল্লাশি করে দুজনের কাছ থেকে মোট ৬.৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬৩ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মঈন নগর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে সুজন মাহমুদ সেজু (৩১) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক গ্রামের মৃত তোয়াব আলীর ছেলে আমিনুর রহমান আপন (৩৫)। গ্রেপ্তারকৃত সেজুর বিরুদ্ধে বিভিন্ন থানার ১০টি মাদক মামলা চলমান আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১