বাংলাদেশের খবর

আপডেট : ২১ জানুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত দুলকার সালমান


ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ‘চার্লি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। নিজেকে আলাদা রেখেছি এবং সামান্য সর্দি-জ্বর ছাড়া ঠিক আছি।’

সম্প্রতি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দুলকার। তার সংস্পর্শে যারা এসেছেন সবাইকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ‘কুরুপ’ অভিনেতা। তার ভাষায়, ‘গত কয়েকদিন শুটিংয়ে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে আইসোলেশনে থাকুন। যদি লক্ষণ থাকে তাহলে পরীক্ষা করান। মহামারি এখনো শেষ হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, নিরাপদ থাকুন।’

দুলকার সালমানের পরবর্তী সিনেমা ‘স্যালুট’। ভারতে করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির কারণে সিনেমার মুক্তি পিছিয়েছেন নির্মাতারা। গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা ছিল। নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।

গত রোববার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দুলকারের বাবা অভিনেতা ম্যামুত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছেন, সকল সতর্কতা মেনে চলার পরেও মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১