বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২

শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই: হাইকোর্ট


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আগামী ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না।

ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১৬ জন হাইকোর্টে এ আবেদন করেছিলেন বলে জানা গেছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে বুধবার আবেদনটি নিয়ে শুনানি হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আবেদন বিষয়ে হাইকোর্টে শুনানি করেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

আগামী শুক্রবার এফডিসির আর্টিস্ট স্টাডিরুমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দেয়ার কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১