বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২

কৃষকের স্বপ্ন আলুতে, ভাগ্য বদল বাজারে


স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ব্যবসা ছেড়ে কৃষি কাজে জড়িত হয়েছেন এইচএসসি পাশ তরুন যুবক ফজলুল হক। এবছর তিনি ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে নিজস্ব ১০ বিঘা জমিতে উন্নতমানের বিআরডিসি জিরো জাতের লাল আলু রোপন করেছে। আলুর বাজার ভালো পেলে কৃষক ফজলু ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। 

তার এই ১০ বিঘা জমিতে আলুর বীজ এবং সার কীটনাশক ও শ্রমিক খরচ করেছে প্রায় দুই লক্ষ টাকা। 

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গাড়াকুল গ্রামের এই কৃষক এই বছর ১০ বিঘা জমিতে আলু চাষ শুরু করেছেন। তাহার চিন্তা এবছর যদি আলু ভালো দাম পায় তাহলে সামনে বছর তিনি ২০ বিঘা জমিতে আলু চাষ করবেন। এবছর তিনি তাহার ১০ বিঘা জমিতে আলুর বাম্পার ফলন আশা করছেন। আলুর বাজার বর্তমানের চেয়ে একটু ভালো হলে তিনি তার তার স্বপ্ন পূরনের সম্ভবনা দেখছেন। 

তরুন এই কৃষক ফজলুল হক বলেন, ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ব্যবসা ছেড়ে কৃষি কাজকে আকড়ে ধরতে আলু চাষ করেছি। নিজের ১০ বিঘা জমিতে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে উন্নত মানের আলু রোপন করেছি। যদি আবহাওয়া ভালো থাকে আশা করছি আলুর বাম্পার ফলন হবে। এই ১০ বিঘা জমিতে প্রায় ১ হাজার মন আলু উৎপাদন হবে। যদি আলুর বাজার বর্তমান বাজারের চেয়ে একটু বেশি পাওয়া যায় তাহলে আমার স্বপ্ন পূরনের সম্ভবনা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১