বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৫ জনের মৃত্যু, শনাক্ত ৭৭


সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি দুপুর থেকে ২৭ জানুয়ারি দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৮৮ জন এবং উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জন মারা গেছেন।

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত বিলাত আলীর ছেলে শেখ আবদার রহমান (৮০), একই উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল হাই এর স্ত্রী শাকিলা খাতুন (৫০), চাম্পাফুল গ্রামের বিপিন গাইনের ছেলে সুবদ গাইন (৭৫), সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আমজাদ গাজীর স্ত্রী খালেদা বেগম (৫৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রাশেদ আহম্মেদ এর স্ত্রী বিলকিস (৫০)।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র‌্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৪৩ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৮৩ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১