বাংলাদেশের খবর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২

গৌরনদীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


বরিশালের গৌরনদী উপজেলায় চার দফা দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করেছের। আজ সকালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও বার্থী ডিগ্রী কলেজ নিরাপদ সড়ক ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

পরবর্তীতে গৌরনদী মডেল থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এসময় বক্তব্য রাখে ইয়াছিন প্যাদা, মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অতি সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে দুইটি স্প্রিড ব্রেকার ও গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসা বাবদ বাস মালিকের সহায়তাসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১