আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২
নুডুলস চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বৈদুতিক খুঁটিতে বেঁধে লোহার পাইপ দিয়ে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ নির্যাতিত ওই কিশোরকে মঙ্গলবার দুপুরে এবং দোকান মালিক আমানুল্লাহকে সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে। এ ঘটনায় পৃথক দু` মামলায় দু` জনকেই আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের পরিবেশক(ডিলার/এজেিন্ট) ব্যবসায়ী আমানুল্লাহ তার দোকান থেকে নুডুলস চুরির অভিযোগ তুলে ওই কিশোরকে খুঁটির সাথে বেঁধে প্রচণ্ড মারধর করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুতাইল গ্রামের আমানুল্লাহ দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে মুদি দোকানদার বিভিন্ন মালের পরিবেশক (ডিলার/এজেেন্ট) ব্যবসা করে আসছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের রাধিকাগঞ্জের আমানুল্লার দোকান থেকে নুডুলস চুরির অভিযোগ ওঠে ওই কিশোরের বিরুদ্ধে। এমন অভিযোগে তাকে দোকান মালিক আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে অমানবিক ভাবে লোহার পাইপ দিয়ে মারধর করে। ব্যবসায়ী শেখ আমানুল্লাহ দাবি বলেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটতো। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারতাম না। দুপুরে কিছু নারকেল তেল ও নুডুলস এর প্যাকেট চুরির সময় তাকে হাতেহাতে ধরে স্থানীয়রা। তবে তাকে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার ঠিক হয়নি। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তিনি নির্যাতনের ভিডিও দেখে সন্ধ্যায় দোকান মালিক আমানুল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়। তিনি আরও জানান, চুরি ও নির্যাতনের বিষয়ে থানায় পুথক দুটি মামলা হয়েছে। এ মামলায় বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১