বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২

সু চির বিরুদ্ধে আরও এক মামলা


অং সান সু চি’র বিরুদ্ধে ১১তম দুর্নীতি মামলা দায়ের করেছে মিয়ানমার জান্তা সরকার। গতকাল বৃহস্পতিবার পুলিশ এই চার্জশিট গঠন করেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

চার্জশিটে উল্লেখ করা হয়, মায়ের নামে গড়ে তোলা ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের আড়ালে সাড়ে পাঁচ লাখ ডলার বা প্রায় সাড়ে চার কোটিরও বেশি টাকা ঘুষ নিয়েছেন নোবেলজয়ী সু চি। তবে কবে নাগাদ মামলাটির শুনানি শুরু হবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আইন অনুযায়ী, প্রত্যেক দুর্নীতি মামলার জন্য সু চির ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে। সবগুলো অভিযোগ প্রমাণিত হলে সু চিকে দেড়শ’ বছরের ওপর কারাভোগ করতে হবে।

উল্লেখ্য, জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়ানো, কোভিড নীতিমালা ভঙ্গ এবং টেলিযোগাযোগ বিধিমালা লঙ্ঘনের দায়ে এরই মধ্যে ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন সু চি।

এদিকে, দেশের সাগাইং প্রদেশে গত কয়েকদিনে বর্বর নির্যাতন চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। জ্বালিয়ে দিয়েছে দুটি গ্রামের প্রায় ৪ শতাধিক ঘরবাড়ি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১