বাংলাদেশের খবর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২

পেরুতে প্লেন বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যু


দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৭ আরোহী মারা গেছেন। এর মধ্যে পাঁচ জন পর্যটক, বাকি দুই জন ক্রু।

স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় পুলিশ এবং সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, পর্যটকদের মধ্যে তিনজন ডাচ ও দুই জন চিলির নাগরিক। ক্রু দুই জনই পেরুর নাগরিক।

দেশটির সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পেরুর প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় 'সেনসা ২০৭' মডেলের এয়ারক্রাফটটি। এই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা কেউ বেঁচে নেই। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

নাজকা পুলিশ প্রধান এজগার এসপিনোজা জানিয়েছেন, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে এতে আগুন ধরে যায়। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১