বাংলাদেশের খবর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২

আখাউড়ায় ৪ মাংস দোকানীকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার মাংস দোকানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌরশহরের সড়ক বাজার মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে বিক্রি, স্বাস্থ্য বিধি না মানা এবং লাইসেন্স না থাকার দায়ে ৪ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় পুলিশ সার্বিক ভাবে সহায়তা করে।

এদিকে পৌর শহরের সড়ক বাজার এলাকায় মাংসের দোকানে অভিযান পরিচালনা খবর শুনতে পেয়ে অনেক দোকানী দ্রুত তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে ক্রেতারা কিছু বুঝার আগে দোকান বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে যায় অনেক ক্রেতা। অনেকে আবার সোচ্চার হয়ে অতিরিক্ত দামে ক্রয় করার বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এসময় ভ্রাম্যমান আদালত মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে বিক্রি, স্বাস্থ্য বিধি না মানা এবং লাইসেন্স না থাকায় ৪ দোকানীকে জরিমানা করা হয়। এরমধ্যে জরিমানাকৃত দোকানী হলো সুমন মিয়া, ৭ হাজার টাকা, বিল্লাল হোসেন ৭ হাজার টাকা, মান্না মালদার ৩ হাজার টাকা এবং শাহীন ভূইয়া ৩ হাজার টাকাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে পৌরশহরের সড়ক বাজারে মাংসের দোকানে অভিযান চালায় ভাম্যমান আদালত। এসময় ৪ দোকানীর মাংস বিক্রির লাইসেন্স দেখাতে পারেনি। নেই দোকানে কোন মূল্য তালিকা। নেই কোন মাস্কও। তারা অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করছিল। ভাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৮ (১) ও ৯ (১) ধারায় ওই ব্যবসায়ীদেরকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সানজিদা আক্তার।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্য, অস্বাস্থ্যকার পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১