বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২

তাড়াশে আগুনে ঘর পুড়ে ছাই, প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি


সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র ও টাকা ছাই হয়ে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভার অর্ন্তগত কোহিত গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে। ফায়ার সার্ভিসের জনবল প্রায় ১ঘন্টা পরিশ্রমে আগুন নিয়ন্ত্রনে আনে। আরিফুল পেশায় ভ্যান চালক।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে ওই ভ্যান চালকের ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র ও টাকা পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি আমার শ্বশুড় বাড়ি বলভা গ্রামে যাই। রাতে শ্বশুর বাড়িতেই অবস্থান করি। হঠাৎ করে ভোর রাতে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে দেখি আমার ঘরের মধ্যে কিছুই নাই সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার ঘরের মধ্যে রাখা মায়ের পাঠানো ৩০ হাজার টাকা, আসবাবপত্র, কাপড় চোপড়সহ আমার একমাত্র উপার্জনের সম্বল ভ্যান গাড়ীটিও পুড়ে গেছে। আমি সরকারের নিকট প্রাণের দাবী করছি আমাকে কিছু আর্থিক সহযযোগিতা করলে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে কোন রকম সংসার করতে পারবে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার জহুরুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে জনবল নিয়ে দ্রুত সেখানে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের ধারনা হচ্ছে বিদ্যুতের শর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আরিফুল ইসলামের ঘর পুড়ে এতে প্রায় ১লক্ষ ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১