বাংলাদেশের খবর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লা জেলায় ৭০১ টি কেন্দ্রে করোনার গণটিকা দেয়া হচ্ছে


কুমিল্লা জেলার ৭০১ টি কেন্দ্রে করোনার গণটিকা দেয়া হচ্ছে। আজ শনিবার সকাল থেকে প্রথম ডোজের শেষ ধাপে ৩ লাখ লোককে এ টিকা দেয়া হচ্ছে।

এ কার্যক্রমে জেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় ছাড়াও সিটি করপোরেশন এলাকায় বাড়তি ১৭ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিশুদের টিকা দিতে কুমিল্লা নগরীর মর্ডান স্কুলেও কেন্দ্র খোলা আছে।

গত ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত জেলার ৬৪ শতাংশ জনগনকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। আজ ৩ লাখ টিকা দানের মধ্য দিয়ে জেলার ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১