বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে তেল ডিপোতে বিস্ফোরণ, শহরে বিষাক্ত ধোঁয়া


ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তেলের ডিপোটি থেকে আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটির মেয়র এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় প্রশাসন কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছে।

সূত্র: বিবিসি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১