আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্তর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লিয়াশকো জানান, বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘আগ্রাসনকারীদের’ হাতে ১৯৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। তিনি আরও জানান, রাশিয়ার হামলায় ১ হাজার ১১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩৩ জন শিশু। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়। যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, চলমান এই যুদ্ধে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছে। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তৃতীয় দিনের শুরু থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ চলছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি, ডেইলি মেইল
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১