বাংলাদেশের খবর

আপডেট : ০১ মার্চ ২০২২

সূর্যমুখির হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ


অনাবাদি জমিতে সূর্যমূখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার একাধিক কৃষকরা। সূর্যমুখির হলুদ ফুলে ছেয়ে গেছে কৃষকের মাঠ। ফলে লাভের আশায় কৃষকের মুখে ফুটে উঠছে হাসি।

সরেজমিনে দেখা গেছে, ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যমুখির ক্ষেতে ভীর করছেন ফুলপ্রেমিরা। অনেকেই আবার ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পশ্চিম বেজহার গ্রামের কৃষক আব্দুল লতিফ সিকদার জানান, ইউপি চেয়ারম্যানের সহায়তায় কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমূখির বীজ ও সার নিয়ে ৩২ শতক পতিত জমিতে যৌথ ভাবে সূর্যমুখি ফুলের চাষ করেছেন। ফলন হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তিনি। বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ছত্তার হাওলাদার জানান, কৃষি অফিস থেকে বিনামূল্যে সার ও বীজ পেয়ে ৩৩ শতক জমিতে সূর্যমুখির আবাদ করেছেন। সূর্যমূখি চাষে কম খরচে লাভ বেশি বলেও জানান কৃষকরা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কৃষিবান্ধব চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশনায় করোনাকালীণ সময়ে ইউনিয়নের অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসার জন্য কৃষি বিভাগকে সাথে নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে মাহিলারা ইউনিয়ন পরিষদ। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের একাধিক কৃষকরা অনাবাদি জমিতে সূর্যমুখি ও ভুট্টার চাষ করে সফলতা পেয়েছেন। সূর্যমুখির তৈল স্বাস্থ্যসম্মত হওয়ায় স্থানীয় ভাবে এর ব্যাপক চাহিদা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান জানান, উপজেলার ১৩ হেক্টর জমিতে সূর্যমুখির আবাদ করা হয়েছে। এরমধ্যে ১১০জন কৃষকদের প্রনোদনার মাধ্যমে বীজ ও সার দেয়া হয়েছে। পাশাপাশি মাঠে থেকে কৃষকদের পরামর্শ সহায়তাসহ কৃষি কাজ করে লাভবান হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১