বাংলাদেশের খবর

আপডেট : ০২ মার্চ ২০২২

জায়েদ খানই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক


অভিনেতা জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদক পদে থাকার রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই রায় দেওয়া হয়।

রায়ে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও অভিনেত্রী নিপুণকে বিএফএএর সাধারণ সম্পাদক ঘোষণাকে বেআইনি ঘোষণা করেন আদালত।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত রায়ে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনী আপিল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি।

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছিল। হাইকোর্টের রায়ের ফলের এ সিদ্ধান্ত বহাল থাকল। নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান দায়িত্ব পালন করে যাবেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১