বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মার্চ ২০২২

মারিউপোলে আবারও যুদ্ধবিরতি ঘোষণা


ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

আজ রোববার (৬ মার্চ) সিটি কাউন্সিলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ যুদ্ধবিরতি বহাল থাকবে।

তারা আরও জানায়, দুপুর ১২টা থেকে শহরের বেসামরিক বাসিন্দারা একটি নির্ধারিত রুট ব্যবহার করে শহর ছেড়ে বের হতে পারবেন।

শনিবারও মারিউপোল ও ভলনোভাখা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য একটি ‘নিরাপদ করিডোর’ দিতে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে পরে শহর দুটোতে হামলা অব্যাহত থাকার অভিযোগ করে ইউক্রেন কর্তৃপক্ষ। আর এ কারণে মারিউপোল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত রাখা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই শহরটি দখলে রেখেছে রুশ সেনারা। প্রায় সাড়ে চার লাখ জনসংখ্যার এ শহরটি রাশিয়া-ক্রিমিয়া সড়ক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১