বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মার্চ ২০২২

করমজল বন্যপ্রাণী প্রজনন

৩৪টি ডিম ফোটালো ‘বাটাগুরবাস্কা’


সুন্দরবনের করমজলে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি বাটাগুরবাস্কা কচ্ছপ ৩৪টি ডিম দিয়েছে। গত শনিবার রাতে প্রজনন প্রকল্পের পুকুরপাড়ের বালুর মধ্যে ওই ডিমগুলো দেয় কচ্ছপটি।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, কচ্ছপের ডিম দেওয়ার পরিবেশ উপযোগী করে আগে থেকেই প্রকল্পের পুকুরপাড়ে বালুর স্যান্ডবিজ তৈরি করে রাখা হয়েছিল। সেখানে গত শনিবার রাতে ডিম দেয় প্রকল্পের একটি কচ্ছপ। গতকাল রোববার সকালে বালুর মধ্যে থেকে ডিমগুলো তুলে ইনকিউভেশন (বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ) করা হয়েছে। বালুর স্যান্ডবিজ থেকে তুলে বাচ্চা ফোটানোর জন্য আবারও বালুর ইনকিউভেশনে রাখা হয়েছে ডিমগুলো। ইনকিউভেশনে সঠিক তাপমাত্রায় (২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস) ৬০-৬৫ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালে এ প্রকল্পের চারটি কচ্ছপ ৯৬টি ডিম দেয়। এর মধ্যে ৭৯টি বাচ্চা ফুটে। আর ২০২০ সালে ২টি কচ্ছপের দেওয়া ৫৬টি ডিমে বাচ্চা হয় ৫২টি। যার গড় বাচ্চা ফোটার হার ৯০ শতাংশ ও তার চেয়েও বেশি। এবারও অন্তত ৯০ শতাংশের মতোই ডিমের বাচ্চা পাওয়া যাবে বলে আশাবাদী বন বিভাগ। এ ছাড়া আরও একটি কচ্ছপ দুই-একদিনের মধ্যে ডিম দেবে জানান বন কর্মকর্তা মো. আজাদ কবির।

করমজল কচ্ছপ প্রজেক্টের স্টেশন ম্যানেজার আ. রব জানান, ২০১৪ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গড়ে তোলা হয় দেশের বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা কচ্ছপের প্রজনন প্রকল্প। শুরুতেই চারটি পুরুষ ও চার নারী কচ্ছপ দিয়েই এ প্রজনন কার্যক্রম শুরু হয়। ২০১৭ সাল থেকে এ প্রকল্পে কচ্ছপ ডিম দিতে শুরু করে। বর্তমানে এ প্রজেক্টে ছোট-বড় মিলিয়ে ৪৩৬টি কচ্ছপ রয়েছে। মূলত বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের বংশবিস্তার, প্রজনন, খাদ্যাভাস, আচরণ ও বিচরণক্ষেত্রসহ নানা বিষয়ে জানতে গবেষণার জন্যই এ প্রকল্প চালু করে বন বিভাগ।

বন বিভাগের এ প্রকল্পের সঙ্গে রয়েছে অস্ট্রিয়ার জুভিয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তবে এ প্রকল্পটি সফলতার দিকেই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন কচ্ছপ প্রকল্পের স্টেশন ম্যানেজার আ. রব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১