বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২২

কেশবপুরে চাষীদের মাঝে পাট বীজ ও সার বিতরণ


যশোরের কেশবপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং কৃষকলীগের সহযোগিতায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় চাষীর মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষকলীগের কার্যালয়ে আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে ১১০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রতিজন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে ডিএপি ও ৩ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১