বাংলাদেশের খবর

আপডেট : ১৬ এপ্রিল ২০২২

১৮ ইইউ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া


রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাল্টা জবাব দিয়েছে পুতিন সরকার। ইতোমধ্যে ইইউয়ের ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে, বহিষ্কৃতি ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সম্প্রতি ইইউভুক্ত দেশগুলো থেকে রাশিয়ার কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। বলা হচ্ছে, এর পাল্টা জবাব হিসেবেই মস্কো এমন পদক্ষেপ নিয়েছে।

এদিকে বহিষ্কারের নিন্দা জানিয়ে রাশিয়ার এ সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়েছে ইইউ। তারা বলছে, রুশ সরকারের এ সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

সূত্র : রয়টার্স


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১