বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০২২

আটঘরিয়ায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানোর নামে অর্থ আদায়


পাবনার আটঘরিয়া পৌরসভায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো নামে একটি এনজিও প্রতিষ্ঠান ২০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আটঘরিয়া পৌরসভার বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো হচ্ছে।

দেখে গেছে, ঐ এনজিও প্রতিষ্ঠানে বাড়ী গিয়ে নগদ ২০০ টাকার বিনিময়ে লাগানো ঐ প্লেটে এনজিও প্রতিষ্ঠানের নাম নেই, শুধু নাম আছে আটঘরিয়া পৌরসভা। প্রশ্ন উঠেছে তাহলে পৌরসভার কর্মচারিরাইতো একাজ করতে পারত। সে ক্ষেত্রে ঐ প্লেটের সবোর্চ্চ দাম হত ৫০ টাকা। কিংবা টিনের প্লেট হোল্ডিং লিখে লাগানো খরচ পড়ত ১০ টাকা।

ডিজিটাল প্লেটের নামে ঐ এনজিওকে সমস্ত পৌরসভা থেকে লাখ লাখ টাকা অর্নথক আদায়ের সুযোগ করে দেয়ায় পৌরবাসী অনেকেই অখুশি, এতে জনগনের তেমন কোন উপকারিতা নাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১