বাংলাদেশের খবর

আপডেট : ২৪ এপ্রিল ২০২২

মির্জাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ‘ঘর’ পাচ্ছে ১৮ পরিবার


মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান করবেন সরকার। আগামী ২৬ এপ্রিল’২২ সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩য় পর্যায়ে টাঙ্গাইলের মির্জাপুরে আরো ১৮ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে সারাদেশে জমিসহ ঘর বিতরণ করতে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আগামী ২৬ এপ্রিল সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন। এদিন ১৮ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর হস্তান্তর করা হবে। ইতিমধ্যে উপজেলার তরফপুর ইউনিয়নে ১৫ ও বানাইল ইউনিয়নে ৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এরআগে ১ম পর্যায়ে ৩০৭ ও ২য় পর্যায়ে ৭০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ এ ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, অন্যান্য বছরগুলোতে ঈদের সময় সাধারণত দুঃস্থ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করতে দেখা যায় কিন্তু মাননীয়

প্রধানমন্ত্রী আমাদের গৌরবান্বিত করেছেন ঈদে ভূমিহীন ও গৃহহীনদের ঘর এবং জমি উপহার হিসেবে দিয়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১