বাংলাদেশের খবর

আপডেট : ২৬ এপ্রিল ২০২২

সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৫০টি ভূমিহীন পরিবার


ঈদ উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিল তুলেদেন, প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান এবং সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল। এছাড়া এ উপজেলায় আরও ২৪৫ ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে যা আগামী জুনে সম্পন্ন হবে। ঘরগুলো গত সময়ের তুলনায় বেশি বাজেটে এবং টেকসইভাবে নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোহাম্মেদ রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১