বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মে ২০২২

মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বহিষ্কার সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী


রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আকতার মনির নির্দেশে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এদিকে রেলমন্ত্রীও স্বীকার করেন, বিনা টিকিটে ভ্রমণ করা তিন আত্মীয়কে জরিমানা করা টিটিই শফিকুলের বিরুদ্ধে টেলিফোনে অভিযোগ দিয়েছিলেন তার স্ত্রী।

আর এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় শফিককে বরখাস্ত করা সমীচীন হয়নি। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর পরিচয় ব্যবহার করে গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে উঠেছিলেন তার তিন আত্মীয়। ট্রেনে নিয়মিত চেকিংয়ের সময় কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চান। শফিকুলের অভিযোগ, টিকিট নেই জানিয়ে তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন।

এ অবস্থায় বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে কথা বলে রেলমন্ত্রীর আত্মীয়দের সর্বনিম্ন ভাড়া দিয়ে টিকিট কাটার পরামর্শ দেন টিটিই।

তিনি ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা জানান, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে লিখিত কোনো অভিযোগ না দিলেও ঢাকায় পৌঁছে তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

আলোচিত ওই তিন যাত্রী হলেন ইমরুল কায়েস প্রান্ত, ওমর এবং হাসান। এদের মধ্যে ইমরুল কায়েস টিটিই শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১