বাংলাদেশের খবর

আপডেট : ১১ মে ২০২২

নেশার টাকার জন্য বাবা-মাকে অত্যাচার, গাঁজাসহ যুবক আটক


টাঙ্গাইলের মির্জাপুরে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে অত্যাচারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদকাসক্ত যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্ত যুবক উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের বিরাম খানের ছেলে আশিক মিয়া (২৯)।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ এস.আই আইয়ুব মিয়া জানান, আটক মাদকাসক্ত আশিক দীর্ঘদিন যাবৎ তার পঙ্গু বাবা ও ফেরি করে পিঠা বিক্রেতা মাকে নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে মারধর করতো। পঙ্গু স্বামীকে নিয়ে দেওহাটা পুলিশ ফাঁড়ির পাশেই একটি কুঁড়ে ঘরে থাকেন এই দম্পতি। ছেলের অত্যাচার বাড়তে থাকায় সহ্য না করতে পেরে বিষয়টি পুলিশকে জানানোর পর তারা আশিকের বিষয়ে চিরুনি অভিযান চালায়। পরে আজ বুধবার দেওহাটা বাজারের আলমের দোকান সংলগ্ন সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা মাদকের বিষয়ে সোচ্চার। মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১