বাংলাদেশের খবর

আপডেট : ১১ মে ২০২২

কক্সবাজারে শিশু হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড


কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শিশু আলী উল্লাহ্ আলো হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দীর্ঘ ১১ বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করলো আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক কালু, কুমিল্লার ইয়াকুব, নওগাঁর সুমন, ঠাকুরগাঁও এর ইয়াছিন ও নজরুল এবং রোহিঙ্গা সৈয়দুল আমিন প্রকাশ লম্বাইয়া। অভিযোগ প্রমাণিত না হওয়ায় টেকনাফ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার এবং শাহপরীর দ্বীপের বাসিন্দা মুহিবুল্লাহ্কে খালাস দেয় আদালত।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর টেকনাফে নিজ বাসভবনের কাচারিঘরে নির্মমভাবে খুন হয় টেকনাফ বিজিবি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আলী উল্লাহ্ আলো। এর একদিন পর অর্থাৎ ৯ সেপ্টেম্বর শিশু আলোর বাবা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ্ বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরো ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পুলিশের তদন্তে ৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়েছিল। পরে বাদীর আপত্তির পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে হস্তান্তর করা হয়। সিআইডি কর্মকর্তারা তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত চার্জ গঠন করলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানী শেষে গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ ৬ আসামিকে উল্লিখিত সাজা দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১