বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মে ২০২২

ময়মনসিংহে আলোচনার কেন্দ্রে ডিআইজি শাহ আবিদ


ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন ডিআইজি হিসেবে পদোন্নতি লাভের আনন্দে পুলিশ সদস্যদের পাশাপাশি খুশি ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের মানুষ। অনেকেই পদোন্নতিজনিত কারণে অন্যত্র বদলি নিয়েও দুঃচিন্তা করছেন। এ অঞ্চলে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিআইজি শাহ আবিদ। জনপ্রিয় এই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে চান সবাই।

ফেসবুক টুইটার’ অনলাইনসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শত শত মানুষের পোস্ট নজর কেড়েছে সবার।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা ১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপন সুত্রে উপ-মহা পরিদর্শক ডি আইজি হিসেবে শাহ আবিদ হোসেনের পদোন্নতি লাভের খবর ছড়িয়ে পড়ে সর্বত্রই।

এ প্রজ্ঞাপনে সুত্রে জানা যায়, পুলিশের বিসিএস ২০তম ব্যাচের শাহ আবিদ হোসেনসহ ১৬ এবং বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জনসহ তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের জেলা পুলিশ সুপার (এসপি) ছিলেন মো. শাহ আবিদ। এখান থেকেই পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদান করেন তিনি।

ময়মনসিংহে মাত্র দেড় বছর পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা উন্নয়নে নতুন ইতিহাস রচনা করেছিলেন তিনি। ঘুষ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন অন্যায়ের সাথে আপোষহীণ পুলিশের এই কর্মকর্তা। অপরাধ নির্মুলে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই মাঠে নেমেছিলেন পুলিশ কর্মকর্তা শাহ আবিদ। তার হাত ধরেই সাধিত হয়েছিলো আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়ন। সেই সময়ে দেশের আলোচিত ও আতঙ্কিত জনপথ ময়মনসিংহে চুরি ডাকাতি’ ছিনতাই চাঁদাবাজি অপহরণ মাদক ব্যাবসাসহ গুরুতর সকল অপরাধমুলক কার্যক্রম অনেকটাই বন্ধ হয়েছিল।


অপরাধী যেই হোক সবাই সমান, নীতির প্রশ্নে আপোষহীণ ও ডেম কেয়ার স্টাইলের এই পুলিশ কর্মকর্তাকে অনেকেই রয়েল বেঙ্গল টাইগার বলে থাকেন।


এক সময়ে ময়মনসিংহের ঈর্ষর্ণীয় জনপ্রিয় পুলিশ সুপার (এসপি) ছিলেন শাহ আবিদ। পুলিশকে গড়ে তুলেছিলেন মানবিক পুলিশ হিসেবে। পুলিশ কর্তৃক সাধারণ জনগন হয়রানির চিরচারিত প্রথাও বন্ধ করেছিলেন তিনি। পরে পদোন্নতিজনিত বদলির বেশ কয়েকটি বিদায় অনুষ্ঠানে বুঝতে পেরেছিলেন ময়মনসিংহবাসী তাকে হৃদ মাঝারে রেখেছেন। প্রতিটি বিদায় অনুষ্ঠানে পুলিশ সদস্য থেকে শুরু করে ময়মনসিংহবাসীর কান্নায় অশ্রুসিক্ত হয়েছিলেন শাহ আবিদ। সেই বিদায়ী বক্তব্যে নিজে কেদেছেন সবাইকে কাদিয়েছেন। ময়মনসিংহবাসীর ভালবাসায় আবেগ আপ্লুত হয়ে বিদায়ী বক্তব্যে কথা দিয়েছিলেন সুযোগ হলে আবারও আসবেন ময়মনসিংহে। দীর্ঘ দেড় বছর পর দেয়া কথা রাখতে ২০২১ সালে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে আবির্ভূত হয়েছিলেন সবার প্রিয় শাহ আবিদ হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১