বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০২২

কলমাকান্দা শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছু, সম্পাদক হোসেন


নেত্রকোণার কলমাকান্দা  উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক-২০২২ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে মো. সামছু মিয়া সভাপতি ও মো. গোলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কলমাকান্দা উপজেলা শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৩মে) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নেত্রকোণার জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের নেতা মো. শিবলী সাদিক।

ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১৩৯ জন ভোটারের মধ্যে ১৯১৯ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

ত্রি-বার্ষিক নির্বাচনে অন্যান্য পদে কার্যকরী-সভাপতি পদে- মোঃ ওয়াফিছ উদ্দিন (কুড়াল) প্রতীক, সহ-সভাপতি  পদে-মোঃ একদিল মিয়া (চেয়ার) প্রতীক, যুগ্মসাধারণ সম্পাদক পদে-মোঃ নুরুজ্জামান (কলসি) প্রতীক,  সহ-সাধারণ সম্পাদক পদে- মোঃ এরশাদ মিয়া (আনারস) প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে- মোঃ হুমায়ুন বিশ্বাস (তালা) প্রতীক, প্রচার সম্পাদক পদে- মোঃ আলামিন(চশমা) প্রতীক,  কোষাধক্ষ্য-মোঃ সুলতান মিয়া(মোরগ) প্রতীক ও দপ্তর সম্পাদক পদে-মোঃ খাইরুল ইসলাম (খাইরুল) (মই) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন । ১০টি পদে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

এ সময় অন্যদের মধ্যে, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নেতা মোজাম্মেল হোসেন ফয়সাল, মো. তোফাজ্জল হোসেন দীপু, মো. কামরুল ইসলাম, মো. আরিফ খান, মো. বজলুর রহমান, মো. সুলতু মিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, পরিদর্শক (তদন্ত ) খোকন কুমার সাহা । ওই নির্বাচনে থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১