বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০২২

আটঘরিয়ায় গরু চুরির হিড়িক


পাবনার আটঘরিয়ার দেবোত্তর এলাকায় প্রকাশ্যে দিবালোকে প্রতিনিয়তই গরু চুরির হিড়িক পড়েছে। কখনো গোয়াল থেকে গরু চুরি হয় আবার কখনো মাঠে বা রাস্তার পাশ থেকে। এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ এই চোরের দল। গত কয়েক মাসে এ উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে জানা গেছে।

১৩মে শুক্রবার দুপুরে দেবোত্তর দক্ষিণপাড়া গ্রামের শামসুদ্দিন আলীর ছেলে রিপন আলীর একটি কালো রংয়ের বাচুর গরু যার মূল্য আনুমানিক ৫০-৬০ হাজার টাকা দেবোত্তর ডিগ্রী কলেজের সামনে থেকে মাইক্রোবাসের করে চুরি করে পালিয়ে যায়।

একই এলাকার সচিন এর ২৫ হাজার টাকা দামের একটি ছাগল, আফিয়া খাতুনের ২৫ হাজার টাকা দামের একটি কালো রংয়ের ছাগল, বরুরিয়া গ্রাম থেকে আরেকটি ছাগল সংঘবদ্ব চোরের দল চুরি করে নিয়ে যায়। অপরদিকে রাধাকান্তপুর গ্রামের আবু বক্কার আলীর একটি ভ্যানগাড়ি রাতের আধারে চুরি হয়েছে।

এলাকাবাসি জানান, পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে একের পর এক এ সকল এলাকা থেকে গরু চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১