বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০২২

মির্জাপুরে দলিল লেখক সমিতির নেতৃত্বে জহির ও নুরুল


টাঙ্গাইলের মির্জাপুরে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মির্জাপুর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন জনসহ বিভিন্ন পদের জন্য লড়াই করেন ২২ প্রার্থী।

দলিল লেখক সমিতির দেয়া তথ্যমতে, ১২০ জন ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ১জন নারী ভোটারও রয়েছেন। ভোট গণনা শেষে ৮৯ ভোট পেয়ে মোহাম্মদ জহিরুল হক সভাপতি ও ৭০ ভোট পেয়ে মো. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি জীবন রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাশেদুল করিম লিটন, ধর্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মোতাহার মল্লিক, রমজান আলী, দিলীপ কুমার বাকালী ও মো. লাভলুর রহমান লাভলু নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, শামসুর রহমান, সহকারী সদস্য মজিবর রহমান, আবেদালী মিয়া ও মুক্তার আলী। এ নির্বাচনে বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় সমিতির যুগ্ম-সম্পাদক আবু সাঈদ জনি ও প্রচার সম্পাদক খালেক মোশারফ লিটন উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১