বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০২২

উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে, কলমাকান্দায় বন্যার আশঙ্কা


অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি ১২ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও সীমান্তবর্তী গনেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও মহেষখলা নদী পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উব্দাখালী নদী। এতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে উপজেলার সাথে আন্তঃসড়কের নীচু এলাকায় পানি উঠার সম্ভাবনাসহ বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী। 

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, আজ রোববার সকালে কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে ১২ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধিতে প্রায় ২০০ হেক্টর এর মতো বোরো পাকা ধান তলিয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১