বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জুন ২০২২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কসবা আ'লীগের সভাপতি হলেন আনিসুল হক


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান মো: রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন।

শনিবার আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে কসবা টি আলী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে ওই দুই পদে কোনো প্রার্থী না থাকায় তাদেরকে  সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ। 

সম্মেলনের শেষ অধিবেশনে কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আইনমন্ত্রীর নাম প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক পৌর মেয়র এমএ জি হাক্কানী। সমর্থন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন। পরে সাধারণ সম্পাদক পদে  উপজেলা পরিষদ  চেয়ারম্যান মো: রাশেদুল কায়সার ভূঁইয়া জীবনের নাম প্রস্তাব করা হয়। সবাই সমর্থন জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১