বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুন ২০২২

মির্জাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ্বাসের বিরুদ্ধে অর্থ নিয়ে বিদ্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগ দেয়ার অভিযোগকে অপপ্রচার বলছেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী।প্রধান শিক্ষকের এমন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।

রোববার বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি হয়।

কর্মসূচিতে অংশ নেয়া বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র রাজিব মিয়া বলেন, চন্দ্র মোহন স্যার আমাদের বিদ্যালয়ে যোগদানের পর থেকে লেখাপড়ার মান ও পরিবেশগত অনেক উন্নয়ন হয়েছে। একটি চক্র দীর্ঘদিন ধরে স্বার্থ হাসিলের জন্য অসৎ উদ্দেশ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি একটি মিথ্যা অপবাদ দিয়ে ৪/৫ জন মিলে একটি মানববন্ধন করেছে ওই চক্রের লোকজন। আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এইসব লোকজনের সঠিক বিচার দাবি করছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহীম মিয়া বলেন, আমাদের এই বিদ্যালয়ে কর্মচারি নিয়োগের ব্যাপারে কোন দুর্নীতি হয়নি। পাশের এলাকার কিছু সরকারদলীয় প্রভাবশালী লোক তাদের পছন্দ মতো ব্যক্তিকে ইচ্ছেমতো নিয়োগ দেয়ার চেষ্টা করেছে। এটি না মানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ্বাস বাংলাদেশের খবরকে বলেন, আমি কোন অপকর্মের সাথে জড়িত থাকলে স্থানীয় মানুষ আমার পক্ষে মানববন্ধন করতোনা। যে নিয়োগ নিয়ে এই বিতর্ক সৃষ্টি হয়েছে তা এখনো সম্পন্নই হয়নি। আমাকে বিশেষ কাউকে নিয়োগ দিতে চাপ সৃষ্টি করা হয়েছে। আমি তা মেনে না নেয়ায় এই অপপ্রচার।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদের সাথে যোগাযোগে তিনি বিষয়টি অবগত আছেন উল্লেখ করে বলেন, এই বিষয়ে যে অভিযোগ করেছেন সে আবেদনকারীই নয়! তবুও আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১