বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০২২

গাছে গাছে ঝুলছে আম


ফুলবাড়ীতে চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে প্রায় ২০ হাজার বাগানে আম চাষ করা হয়েছে। এতে উৎপাদন হয়েছে পাঁচ হাজার ৭৫০ মেট্রিক টন আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গুটি নষ্ট না হওয়ায় ফলটির ভালো ফলন হওয়ার অন্যতম কারণ।

উপজেলার বিভিন্ন এলাকার বাগান ঘুরে দেখা গেছে, আম্রপালী, হাঁড়িভাঙা, গোপাল ভোগ, ফজলি ও নাগ ফজলি, মিশ্রিভোগ ও লেঙড়া ও বেনানা ম্যাঙোসহ বিভিন্ন জাতের আম গাছের থোকায় থোকায় ঝুলছে। জ্যেষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বিচি থেকে উৎপাদিত এসব আমে ইতোমধ্যে পাক ধরেছে। তবে কলম করা গাছগুলোতে থাকা আম্রপালী, হাঁড়ি ভাঙা, গোপাল ভোগ ও মিশ্রি ভোগ এখনো পাকতে শুর করেনি। আগামী এক-দেড় সপ্তাহের মধ্যেই এসব গাছের আমও পাকতে শুরু করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। ফুলবাড়ী উপজেলায় এ বছর ১০০ হেক্টর জমিও বেশি জমিতে আমের চাষ করা হয়েছে। কৃষি বিভাগের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার ৭২০ মেট্রিক টন আম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১