বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০২২

সীতাকুণ্ডে ডিপোর আগুনে নিহত বেড়ে ৪৪


সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনের ঘটনায় দগ্ধ একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে হাসপাতালে দায়িত্বে থাকা জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তবে এ নিয়ে ডিপোর আগুনের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হলো।

মৃত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।

জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অনেকের মধ্যে মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১