বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুন ২০২২

ভূঞাপুরে গাজা গাছসহ গ্রেপ্তার ১


টাঙ্গাইলের ভূঞাপুরের কোনাবাড়ি চরে গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে অভিযান চালিয়ে দুইটি গাঁজা গাছসহ আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদ উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী গ্রামের সিরাজ আলীর ছেলে।

ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ আওলাদ হোসেন জানান, উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি চরে একটি বসতবাড়িতে গাঁজা চাষ হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরোজ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এসময় রশিদের বাড়ি থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে৷

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১