বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুন ২০২২

মির্জাপুরে নৌকা-স্বতন্ত্র সমানে সমান


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ইউপিতে নৌকা ও অপর তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয় হয়েছে। তবে, স্বতন্ত্র তিন বিজয়ী প্রার্থীই বিএনপি নেতা বলে জানা গেছে। বুধবার নির্বাচন শেষে রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম।

বিজয়ীরা হলেন- বহুরিয়া ইউপিতে নৌকা প্রতীকে(আওয়ামী লীগ) আবু সাইদ মিয়া (৬,৬০০), লতিফপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে (স্বতন্ত্র)আলী হোসেন রনি (৪,৩২৬ ভোট),ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে (আওয়ামী লীগ) আ. রউফ মিয়া (৩,৬৩৩), ভাওড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে (স্বতন্ত্র) মো. মাসুদুর রহমান (৪,৫৮৬),তরফপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে (স্বতন্ত্র) আজিজ রেজা (৫,৯০৮), আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে (আওয়ামী লীগ) আব্দুল কাদের (১০,২৬৮)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, জনগণের সহযোগিতার কারণেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের শান্তিপূর্ণ নির্বাচন জনগণ উপহার দিবে এমনটিই আশা করছি।

প্রসঙ্গত, বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৬ ইউপিতে ভোটগ্রহণ চলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১