বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুন ২০২২

উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ পদ্মা সেতুর নামে


স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার আসন্ন পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আর এই টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে পদ্মা সেতু।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক উপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রতিদিনের খেলা। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু ২৪ জুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১