বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুন ২০২২

সিগন্যাল অমান্য, লাইনচ্যুত হয়ে তেলবাহী লরি খাদে

মির্জাপুর রেলরেস্টশন এলাকায় লাইনচ্যুত হয়ে তেলবাহী লরি খাদে পড়ে যায় ছবিঃ রাব্বি ইসলাম


টাঙ্গাইলের মির্জাপুরে সিগন্যাল অমান্য করে লাইনচ্যুত হয়ে তেলবাহী ট্রেনের একটি ইঞ্জিন ও দুটি বগি খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার কামরুল হাসান।

স্থানীয় এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ জানায়, বিকেলে ২৪টি লরি নিয়ে আসা তেলবাহী ট্রেন নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌছিয়ে থামার কথা থাকলেও সিগন্যাল অমান্য করে যাওয়ার পথে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায় এবং আরও একটি তেলের লরির (ওয়াগন) বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনা কবলিত ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির চালক ফিরোজ শাহ সুলতান বলেন, ট্রেনের ব্রেক সিস্টেম কাজ না করায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনা সম্পর্কে কোন প্রতিক্রিয়া জানাননি ঘটনাস্থলে উপস্থিত সহকারি প্রকৌশলী গিয়াস আল ইসলাম। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান, ‘তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি পৌছালেই উদ্ধার কাজ শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১