বাংলাদেশের খবর

আপডেট : ২১ জুন ২০২২

শুক্রবার উইন্ডিজ যাবে তাসকিনরা


টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। ২৪ জুন শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সর্বশেষ ১০ জুলাই মাঠে গড়াবে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খুব স্বাভাবিকভাবেই টেস্ট সিরিজ শেষে ওয়ানডে এবং টি-টোয়েন্টির আগে দেশে ফিরে আসবে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদসহ টেস্ট স্পেশালিস্টরা।

একইভাবে দেশ থেকেও ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবেন ৮ ক্রিকেটার। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মুনিম শাহরিয়ার, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। এই ৮ ক্রিকেটার ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাবেন ৭ জন। একজনের ফ্লাইট সন্ধ্যায়; ভিন্ন এয়ারলাইন্সে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১